ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

৩৫ মামলার আসামি ‘বার্মা সবুজ’ গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
৩৫ মামলার আসামি ‘বার্মা সবুজ’ গ্রেপ্তার ...

চট্টগ্রাম: পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও ৩৫ মামলার আসামি বার্মা সবুজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৫ নভেম্বর) বিকালে হাটহাজারী থানাধীন কুয়াইশ এলাকার একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার  করা হয়।

গ্রেপ্তার বার্মা সবুজ বায়েজিদ বোস্তামী থানার বার্মা কলোনির নুরুল আমিনের ছেলে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার কাজী তারেক আজিজ বলেন, সবুজ-সাইফুল-ফাহিম এই তিন ভাইয়ের চাঁদাবাজিতে অতিষ্ঠ বায়েজিদ-পাঁচলাইশ-খুলশী এলাকার মানুষ।

অভিযান চালিয়ে সবুজকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানাসহ নগরের বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, অস্ত্র ও বিস্ফোরকের ৩৫টিরও অধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।