ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘ডা. মিলনের আত্মত্যাগ সবসময় প্রেরণা জোগাবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
‘ডা. মিলনের আত্মত্যাগ সবসময়  প্রেরণা জোগাবে’ ...

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ১৯৯০ সালের ২৭ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় স্বৈরাচারবিরোধী আন্দোলনের উত্তাল সময়ে ডা. শামসুল আলম খান মিলন শহীদ হন। এরশাদের পতনের আগে ডা. মিলনের রক্তদান ছিল আন্দোলনের এক টার্নিং পয়েন্ট।

তাকে হত্যার মধ্য দিয়ে আন্দোলনের তীব্রতায় এরশাদ সরকারের পতন ত্বরান্বিত হয়। প্রবল গণরোষের মুখে স্বৈরশাসক এরশাদ অল্প কিছুদিনের মধ্যেই ক্ষমতা ছাড়তে বাধ্য হন।
গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের নির্ভীক শহীদ ডা. মিলনের আত্মদানে হারানো গণতন্ত্র পুনরুজ্জীবিত হয়। তার আত্মদানের মধ্যদিয়ে এরশাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রাম চূড়ান্ত বিজয়ের দিকে ধাবিত হয়। ডা. মিলন গণতন্ত্রের অতন্দ্র প্রহরী হয়ে সবার মাঝে বেঁচে আছেন। শহীদ ডা. মিলনের আত্মত্যাগ সবসময় আমাদের প্রেরণা জোগাবে।

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় নগরের জিইসি মোড়স্থ বিএমএ ভবন মিলনায়তনে ডা. মিলনের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ড্যাব চট্টগ্রাম শাখার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

ড্যাব চট্টগ্রামের প্রধান উপদেষ্টা ডা. শাহাদাত হোসেন বলেন, ডা. মিলন স্বপ্ন দেখেছিলেন শোষণমুক্ত বাংলাদেশের, নিয়োজিত রেখেছিলেন নিজেকে গণতান্ত্রিক সংগ্রামের প্রতিটি পর্যায়ে। স্বৈরাচারকে উৎখাত করে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা ছিল তার দৃঢ় অঙ্গীকার। বুকের রক্তের বিনিময়ে তিনি গণতন্ত্রকে বিজয়ী করেছিলেন। একজন আদর্শবান চিকিৎসক আত্মাহুতি দিয়ে প্রমাণ করলেন সব স্বৈরাচার কোনো না কোনো দিন রক্তের স্রোতে জনতার সম্মিলিত আন্দোলনে ভেসে যেতে বাধ্য হয়।

ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালীর পরিচালনায় প্রধান বক্তা ছিলেন ড্যাব চমেক শাখার সভাপতি অধ্যাপক ডা. জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিএমএ চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক ডা. খুরশিদ জামিল চৌধুরী, ড্যাব মহানগর শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. আব্বাস উদ্দিন, সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি। বক্তব্য রাখেন ড্যাব মহানগর শাখার সাধারণ সম্পাদক ডা. ইফতেখারুল ইসলাম, ডা. মো রকিব উল্লাহ, ডা. এস মুজিবুর রহমান, ডা. একেএম আশরাফুল করিম, ডা. ঈসা চৌধুরী, ডা. ইমরোজ উদ্দিন, ডা. ময়নাল হোসেন, ডা. রিফাত কামাল রনি, ডা. ইমরান হোসেন, ডা. মিনহাজুল আলম ও ডা. মেহেদী হাসান ইমাম।  

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।