ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সড়ক দুর্ঘটনায় চবি শিক্ষার্থী নিহতের ঘটনার বিচার দাবি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
সড়ক দুর্ঘটনায় চবি শিক্ষার্থী নিহতের ঘটনার বিচার দাবি

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ত্ব বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী রেহেনা আক্তার তানিয়া মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সড়ক দুর্ঘটনায় নিহত হন। তাঁর মৃত্যুর বিচার এবং নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সমাজতত্ত্ব পরিবারের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় তারা ‘আমার বোন তানিয়া মরলো কেন? প্রশাসনের জবাব চাই, দিতে হবে।

সড়ক দুর্ঘটনা ও অকাল মৃত্যু রোধে রাষ্ট্রের যথাযথ পদক্ষেপ চাই,নিতে হবে;’ ইত্যাদি স্লোগান ধরেন।

মানববন্ধনে সমাজতত্ত্ব বিভাগের ৫৪তম ব্যাচের শিক্ষার্থী সৈয়দ সাকিবের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. আনোয়ার হোসেন চৌধুরী। এছাড়া শিক্ষকদের মধ্যে আরো বক্তব্য রাখেন সদরুল আলম কনক, তানিয়া জান্নাতুল কোবরা এবং মারুফ আহমেদ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক শিক্ষার্থী মুমতাহিনা মৌমিতা, ইরফান, ইমতিয়াজ, রায়হান মুনতাসির, রাসেল, স্মিতা, তনজিহা, তুষার, সোহেল, আশরাফুল, ওবায়দুল্লাহ্, ইসতিয়াক,হুমায়ুন কবির প্রমুখ।

মানববন্ধন শেষে শহীদ মিনার থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ের সামনে সমবেত হন শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় তারা প্রক্টর বরাবর ৪ দফা দাবি পেশ করেন।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।