চট্টগ্রাম: লোহাগাড়ায় খুঁটির সাথে ধাক্কা লেগে মো. অনিক (১৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছেন।
অনিক বড়হাতিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নুরুল কবিরের ছেলে।
মঙ্গলবার (১ এপ্রিল) বড়হাতিয়া ইউনিয়নের সেনের হাটের দক্ষিণ পাশে ব্রিজের ওপর সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য আবদুল আজিজ জানান, খুঁটির সাথে ধাক্কা লেগে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয় অনিক।
লোহাগাড়া থানার এসআই সীমান্ত জানান, সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। মরদেহ পরিবার নিয়ে গেছে।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২৫
এমআই/টিসি