ঢাকা, বৃহস্পতিবার, ১৯ চৈত্র ১৪৩১, ০৩ এপ্রিল ২০২৫, ০৪ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বসতঘরে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৫
বসতঘরে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ মরদেহ: প্রতীকী ছবি

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে তানজিনা আকতার (২২) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের ফুলগাজিয়ার একটি বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

গৃহবধূ তানজিনা ওই এলাকার মনজুর আলমের স্ত্রী।

পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

সীতাকুণ্ড মডেল থানার এসআই মো. লোকমান জানান,  মরদেহটি উদ্ধার করা হয়েছে। ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৫
এমআই/পিডি/টিসি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।