চট্টগ্রাম: দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তাক আহমেদ খাঁন বলেছেন, আজ গুটিকয়েক লোক রাষ্ট্র দখলের পাঁয়াতারা করছে। এদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দিতে পারি না।
শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে বোয়ালখালী পৌর সদরের পূর্ব গোমদণ্ডীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দখলবাজ, চাঁদাবাজ ও লুটতরাজকারীদের কাছে এদেশকে ইজারা দিতে পারি না।
উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী।
পৌর বিএনপির সদস্য সচিব মো.ইউসুফ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ এম কামাল উদ্দিন, ফারুক সুজন, বিএনপি নেতা মো.মোসলেম মিয়া, মো. রফিকুল ইসলাম, সৈয়দ মোজাম্মেল হক, ইলিয়াস চৌধুরী, মোহাম্মদ ইউনুস, কাজী কামাল উদ্দিন, মো. জাহাঙ্গীর আলম খোকন, শ্রমিক দল নেতা মো. হারুন, পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম রাসেল, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, দক্ষিণ জেলা কৃষকদলের সদস্য নজরুল ইসলাম বাবু, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো.মোর্শেদ আলম, যুগ্ম আহ্বায়ক আমির হাসান জুয়েল, পৌরসভার শ্রমিক দলের সাবেক আহ্বায়ক মো. হারুন ও সাবেক সদস্য সচিব সাইফুল রেজা।
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৫
বিই/টিসি