ঢাকা, বৃহস্পতিবার, ৪ বৈশাখ ১৪৩২, ১৭ এপ্রিল ২০২৫, ১৮ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

গাজায় গণহত্যায় চবি ছাত্রদলের নিন্দা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৫
গাজায় গণহত্যায় চবি ছাত্রদলের নিন্দা  ...

চট্টগ্রাম: স্টপ জেনোসাইড ইন গাজা সলিডারিটি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেছেন, পশ্চিমা বিশ্ব ১৯৪৮ সালে বেলফোর ঘোষণার মাধ্যমে পৃথিবীর ইতিহাসে ফিলিস্তিনিদের ওপর যে নিধনযজ্ঞ শুরু করেছে তার চূড়ান্ত পরিণতি ২০২৫ সালে সকল ফিলিস্তিনিকে বাস্তুভিটা ছাড়া করে মানবাধিকারের কবর রচনা করা। ইসরায়েল কোনও রাষ্ট্র নয় বরং এটা একটা জায়নবাদী জঙ্গি সংগঠন।

সম্প্রতি চবি ছাত্রদল সভাপতি আলাউদ্দিন মুহসিন এর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন এর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন হল এবং অনুষদের নেতারা।  

বক্তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবী জানান।

পাশাপাশি জেনোসাইড কনভেনশনের কথা স্মরণ করে আন্তর্জাতিক আদালতে নেতানিয়াহু ও তার দোসরদের বিচার দাবী করেন।

শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. মো. আল আমিন, সাধারণ সম্পাদক প্রফেসর ড. এস এম নসরুল কদীর, সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ড. আল ফোরকান, সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. শফিকুল ইসলাম, শিক্ষক ড. মোহাম্মদ আমানুল্লাহ।  

বক্তব্য দেন সৈয়দ নাজিম উদ্দিন, আমির হোসেন, ছাত্রদলের মো. সোহেল, মো. নকিব হোসেন চৌধুরী, মো. সাদ্দাম হোসাইন বাপ্পি, সুমি হোসাইন, মো. ইকবাল হোসাইন, মো. ফাহিম, আইনুল হোসেন সাগর, মিরাজ উদ্দীন, তারেকুল ইসলাম, আরিফুল ইসলাম, মেহেদি হাসান, সাজ্জাদ হোসেন নাবিদ, মো. রায়হান, রোকন উদ্দীন, নাইম ইসলাম, হুমায়ুন কবির রাকিব।

উপস্থিত ছিলেন মো. জাবেদ মুশফিক রহমান, ইয়াসিন আরাফাত, গোলাম সরওয়ার রিফাত, মো. জাবেদ, মেহেদী নয়ন, মোজাম্মেল হক, মো. মামুন, রাজন চৌধুরী।

সমাপনী বক্তব্যে সভাপতি আলাউদ্দিন মুহসিন বলেন, আমরা শান্তি চাই, ফিলিস্তিনের জনগণের সাথে আমরা আছি।  

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।