ঢাকা, মঙ্গলবার, ২ বৈশাখ ১৪৩২, ১৫ এপ্রিল ২০২৫, ১৬ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ডিসি হিলে বর্ষবরণ অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুর, আটক ৬

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৫
ডিসি হিলে বর্ষবরণ অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুর, আটক ৬

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের ডিসি হিলে বর্ষবরণ অনুষ্ঠানের মঞ্চ, প্যান্ডেল, চেয়ার, ব্যানারসহ আনুষঙ্গিক জিনিসপত্র ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ নগরে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের উদ্যোগে প্রথম বর্ষবরণ ও বিদায় অনুষ্ঠান শুরু হয়েছিল ডিসি হিলে।

পরে উপচে পড়া ভিড়ের কারণে তা সিআরবিসহ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।  
 
রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কিছু যুবক স্লোগান দিতে দিতে ভাঙচুর চালায়।
এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ।  

নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, আমাদের প্রাথমিক ধারণা দ্বন্দ্ব থেকে ডিসি হিলে ভাংচুরের ঘটনা ঘটেছে। ছয়জনকে আটক করা হয়েছে। থানায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  

তিনি জানান, ডিসি হিলে প্রচুর পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত উদযাপন পরিষদের একজন সদস্য বাংলানিউজকে বলেন, বর্ষবরণের বর্ণাঢ্য আয়োজন ঘিরে মঞ্চ তৈরি করা হয়েছিল। পুরো ডিসি হিলে নানা সাজসজ্জা করা হয়েছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কয়েকজন যুবক প্রবেশ করে মঞ্চ থেকে শুরু করে সবকিছু ভেঙে তছনছ করে দিয়েছে। এমন ঘটনায় আমরা উদ্বিগ্ন। এর প্রতিবাদে ডিসি হিলে বর্ষবরণ অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন সংস্কৃতি কর্মীরা।

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৫
এআর/টিসি/এমজেএফ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।