চট্টগ্রাম-৯ আসনে সদ্য জয়ী হওয়া নওফেল সোমবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় নগরের কে সি দে রোড এলাকায় নিজ নির্বাচনী কার্যালয়ে এসব কথা বলেন।
নওফেল বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য নির্বাচন।
নির্বাচনী কার্যালয়ে নেতৃবৃন্দের সাথে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। ছবি: উজ্জ্বল ধর
তিনি বলেন, নির্বাচনী প্রচারণা যখন শুরু হলো-আমরা দেখলাম অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য কিছু কিছু রাজনৈতিক দল তাদের ফ্রন্টের মাধ্যমে প্রচারণা থেকে ইচ্ছাকৃতভাবে নিজেদের বিরত রেখেছে। তখন সাধারণ মানুষের সঙ্গে আমাদের মনেও প্রশ্ন জাগলো, তারা কেনো নিজেদের নির্বাচনী প্রচারণা থেকে বিরত রাখছে?নওফেল বলেন, এর মাধ্যমে তারা দেখাতে চেয়েছিলো-নির্বাচনী প্রচারণায় আমরা তাদের সুযোগ দিচ্ছি না। তাদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি নেই। কিন্তু লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির কথা বলতে বলতে শেষ পর্যন্ত তারা নিজেরাই সহিংসতা করলেন। সারাদেশে ৯জন মানুষকে হত্যা করলেন। অর্থাৎ যারা লেভেল প্লেয়িং ফিল্ড চান, তারা ডেথ প্লেয়িং ফিল্ডই চেয়েছিলেন।
তিনি আরও বলেন, তরুণ ভোটারদের মধ্যে শঙ্কা ছিলো। সরকার পরিবর্তন হলে দেশে বড় আকারের বিশৃঙ্খলা হতে পারে, রাহাজানি হতে পারে, প্রাণহানি হতে পারে, সহিংসতা হতে পারে। এসব হলে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হবো, কর্মসংস্থান হবে না, দেশ পিছিয়ে পড়বে। যার কারণে অনেক তরুণ বিএনপি সমর্থককেও আমরা দেখেছি নৌকায় ভোট দিতে।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
এমআর/এসি/টিসি