ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ডেঙ্গুতে কলকাতায় এক শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
ডেঙ্গুতে কলকাতায় এক শিশুর মৃত্যু প্রতীকী ছবি।

কলকাতা: এ বছর কলকাতায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পল্লবী দে নামের ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।



মৃত শিশুটি পিকনিক গার্ডেন রোড এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার (২০ জুলাই) জ্বর, বমি, গায়ে ব্যথার উপসর্গ নিয়ে কলকাতার ইনস্টিটিউট অব চাইল্ড হেলথে ভর্তি করা হয় পল্লবীকে। প্লাটিলেট নেমে যাওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। শনিবার (২২ জুলাই) দুপুর ১টায় পল্লবীর মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দিন কয়েক আগে জ্বরে আক্রান্ত হয় পল্লবী। এরপর চিকিৎসকের পরীক্ষায় জানা যায়, ডেঙ্গু হয়েছে তার। পরবর্তীতে নাক, মুখ, হাতের চামড়া দিয়ে রক্তপাত হতে থাকে তার। পল্লবীকে ইনস্টিটিউট অব চাইল্ড হেলথে ভর্তি করা হয়। শনিবার দুপুরে পল্লবীর মৃত্যু হয়।

এছাড়া পশ্চিবঙ্গের দুর্গাপুর জেলার পৌরসভায় ৩২ নম্বর ওয়ার্ড পলাশডিহায় ব্যাপক হারে ডেঙ্গু ছড়ানোয় উদ্বেগ দেখা দিয়েছে। সোমবার (২৪ জুলাই) নতুন করে পলাশডিহায় আরও ১১ জনের রক্তে ডেঙ্গুর নমুনা পাওয়া গেছে।  

জেলা মুখ্য স্বাস্থ্যকর্তা ড. ইউনিস খান জানিয়েছেন, পলাশডিহাতে এ পর্যন্ত ৫০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। সমগ্র দুর্গাপুর পৌর করপোরেশনে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৬৬ জন।

সোমবার (২৪ জুলাই) পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে রাজ্যজুড়ে ১৮শ জন ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে কলকাতায় আক্রান্ত ২২৫ জনের মতো। সরকারিভাবে একজনের মৃত্যুর খবর সামনে এসেছে। তবে বেসরকারি মত্যে রাজ্যে ডেঙ্গুতে মারা গেছে দুইজন।

গত বছর পশ্চিমবঙ্গে ডেঙ্গু শনাক্ত হয়েছিল ৬৭ হাজার ২৭১ জন। ডেঙ্গুর প্রকোপে রাজ্যজুড়ে প্লাটিলেটের আকাল দেখা দিয়েছিল। তবে চলতি বছর ডেঙ্গু নিয়ে আগাম সতর্কতা নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
ভিএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।