ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় বহুতল ভবনে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৪
কলকাতায় বহুতল ভবনে আগুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: কলকাতার বিখ্যাত বহুতল বাড়ি জহরলাল নেহেরু রোডের চ্যাটার্জি ইন্টারন্যশানলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বহুতল ওই ভবনটিতে দেশি-বিদেশি বিভিন্ন বাণিজ্য সংস্থার কার্যালয় রয়েছে।



মঙ্গলবার সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, চ্যাটার্জি ইন্টারন্যশানল-এর ১২ থেকে ১৫ তলার মধ্যে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট হাইড্রোলিক সিঁড়ির মাধ্যমে আটকে পড়া লোকদের উদ্ধার করছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এরইমধ্যে ১২-১৫ তলার মধ্যে প্রবেশ করতে পেরেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রাপত হয়েছে।

‍এদিকে মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং দমকল মন্ত্রী জাভেদ খান ঘটনাস্থলে পৌঁছেছেন।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।