ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় বাস দুর্ঘটনায় নারী নিহত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৪
কলকাতায় বাস দুর্ঘটনায় নারী নিহত ছবি: প্রতীকী

ঢাকা: কলকাতা মেট্রোপলিটন পূর্বাঞ্চলের ব্যস্ততম বাইপাস সড়কে মাইক্রোবাস চাপায় এক নারী (৫৪) নিহত হয়েছেন।     

বৃহস্পতিবার সকালে কলকাতার হায়াট হোটেলের কাছে এ দুর্ঘটনা ঘটে।



তিনি সল্টলেকের পূর্বাচল আবাসিক এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ জানায়, সকালে হায়াট হোটেলের কাছে বাইপাস সড়ক দিয়ে ওই নারী হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি দ্রুতিগামী মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাস চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।