ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

অভিনেত্রী অপর্ণা সেন হাসপাতালে ভর্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৪
অভিনেত্রী অপর্ণা সেন হাসপাতালে ভর্তি অপর্ণা সেন

কলকাতা: প্রখ্যাত অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন অসুস্থ হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন তিনি।



৬৮ বছর বয়সী বাংলা সিনেমার এই তারকা অভিনেত্রী-পরিচালিকা অ্যাকিউট গ্যাসট্রাইটিসে আক্রান্ত বলে শনিবার তাঁর চিকিৎসক রাজীব শীল জানিয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, অপর্ণা সেনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি লক্ষ্য করেছেন চিকিত্সকরা। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি।

তবে এখনও তাঁকে ঠিক সুস্থ বলা যাবে না। সঙ্কট কাটিয়ে উঠলেও কবে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে, তা নিয়ে চিকিত্সকরা এখনই কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারছেন না বলে জানিয়েছেন চিকিৎসক রাজীব শীল।

অপর্ণা সেনকে হাসপাতালে তার কন্যা অভিনেত্রী কঙ্কনা সেন এবং স্বামী কল্যাণ রায় নিয়মিত দেখাশোনা করছেন বলে জানা গেছে।

সারদাকাণ্ডে কয়েকদিন আগেই জেরার মুখোমুখি হতে হয়েছিল এই তারকা অভিনেত্রীকে। সারদা গোষ্ঠীর একটি পত্রিকা সম্পাদনা করার বিষয়ে তার কাছ থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চায় তদন্তকারী আধিকারিকরা।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, সেপ্টম্বর ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।