ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় সারদা-কাণ্ডে প্রতারিতদের মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৪
কলকাতায় সারদা-কাণ্ডে প্রতারিতদের মিছিল

কলকাতা: ‘নবান্নে বসে আছে লুঠেরার দল’- কলকাতায় বিভিন্ন চিট ফান্ডের প্রতারিত মানুষ ও এজেন্টদের এক বিরাট মিছিলে এ মন্তব্য করেন সিপিএম নেতা সাবেক লোকসভার সংসদ সদস্য অধ্যাপক সুজন চক্রবর্তী।

কলকাতার কলেজ স্ট্রিট থেকে রানী রাসমনি রোড পর্যন্ত একটি মিছিল করা হয়।

পরে সেখানে সভার আয়োজন করেন বিভিন্ন চিট ফান্ডের প্রতারিত মানুষ ও এজেন্টরা। সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্জ, সিপিএম নেতা শ্যমাল চক্রবর্তীসহ আরও অনেকে।

কোনো রাজনৈতিক দলের ডাকে মিছিল এবং সভা না হলেও প্রচুর সংক্যক মানুষ মিছিল ও সভায় যোগ দেন।

তারা দাবি করেন, শুধু সারদা নয়, সমস্ত চিট ফান্ডের বিরুদ্ধে সিবিআই তদন্ত করতে হবে।
সভা থেকে আন্দোলন জোরদার করার আহ্বান জানান সুজন চক্রবর্তী। তিনি বলেন, পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দোপাধ্যায়ের সততার উপর বিশ্বাস করে তাকে শাসন ক্ষমতায় এনেছিলেন। কিন্তু তার সঙ্গী-সাথীরা অনেকেই সারদা কাণ্ডের সঙ্গে যুক্ত।

নকশাল নেতা অসীম চ্যাটার্জি বলেন, পূজার পরে আরও জোরদার হবে আন্দোলন। তিনি জেলায় জলায় এই আন্দোলন গড়ে তোলার ডাক দেন।

অন্যদিকে সিবিআই দপ্তরের বাইরে পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল মহিলা কংগ্রেস।

এই বিক্ষোভের কারণ সিবিআই-কে চাপে রাখা বলে মন্তব্য করেছেন বামফ্রন্টের চেয়ারমায়ন বিমান বসু।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, সেপ্টম্বর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।