ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বর্ধমান ও সারদা কাণ্ডে কেন্দ্র এবং রাজ্যকে সিপিএম’র কটাক্ষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৪
বর্ধমান ও সারদা কাণ্ডে কেন্দ্র এবং রাজ্যকে সিপিএম’র কটাক্ষ সূর্যকান্ত মিশ্র

কলকাতা: একদিকে বর্ধমান বিস্ফোরণ অন্যদিকে সারদা কাণ্ডে সিবিআই তদন্ত। এ দুই ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র।



এ প্রসঙ্গে তিনি রাজ্যের পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারকেও আক্রমণ করেন।

সূর্যকান্ত মিশ্র বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশে গিয়ে বলেছেন, ১০ বছর ধরে আমাদের দেশের সরকার পক্ষাঘাতে ভুগছিল, বিজেপি সরকার ১০০ দিনের মধ্যেই সেই পক্ষাঘাত সারিয়ে দিয়েছে। এখন সরকার চলছে আপন গতিতে । ‌

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতার প্রশ্ন, বর্ধমান বিস্ফোরণ কিংবা সারদা কাণ্ডের মতো গুরুতর বিষয়ে ঘটনার গুরুত্ব বুঝে দু’দিন পরই সিপিএম-এর পক্ষ থেকে এন আই এ তদন্ত চাওয়া হয়েছিল, আর এই প্রয়োজনীয়তা বুঝতে কেন্দ্রের সরকারের কেন ৭ দিন সময় লাগল?

তিনি বলেন, এখনও ঘটনার সঙ্গে জড়িত মাথারা ধরা পড়ল না কেন?

সারদা কাণ্ডে সি বি আই তদন্ত নিয়ে সূর্যকান্ত বলেন, সারদা কাণ্ডেও সি বি আই আজ একে জেরা করছে, কাল ওকে নোটিশ পাঠাচ্ছে– 'এই সব সিরিয়াল দেখিয়ে লাভ নেই'। কাজের কাজ কী হচ্ছে?

তিনি দাবি করেন, এই সবের পেছনে কে আছে তা জানাতে হবে।

প্রতারিত প্রায় ১ কোটি গরিব মানুষ যেন তাদের টাকা ফেরত পান। যাদের কাছে সারদার কোটি কোটি টাকা গেছে, তাদের ঘরবাড়ি, আসবাবপত্র বিক্রি করে টাকা ফেরত দিতে হবে।

রাজ্যে জঙ্গি ডেরা নিয়েও বিরোধী দলনেতা রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা,  অক্টোবর ১৬ , ২০১৪ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।