ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

তুষার ঝড়ে নিখোঁজ হুগলীর তিন পর্বতারোহী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৪
তুষার ঝড়ে নিখোঁজ হুগলীর তিন পর্বতারোহী

কলকাতা: নেপালের ভয়াবহ তুষার ঝড়ে নিখোঁজের তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের তিন পর্যটক। নিখোঁজ ব্যক্তিরা প্রত্যেকেই হুগলী জেলার বাসিন্দা।



নিখোঁজদের নাম ইন্দ্রনীল ঘোষ, তথাগত ঘোষ এবং সুমিত ঘোষ। পশ্চিমবঙ্গ সরকার ওই তিন জনকে উদ্ধারের জন্য নেপাল সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

নিখোঁজদের প‍ারিবারিক সূত্রে জানা গেছে, ৮ অক্টোবর  হুগলি থেকে সাতজনের একটি দল ট্যাকিং করার উদ্দেশে বের হয়। ১৪ অক্টোবর ট্র্যাকিং শেষে তুষার ঝড়ের কবলে পড়ে ওই দল।

চার জন ঝড়ের কবল থেকে বাঁচলেও, বাকি তিনজনের কোনো খোঁজ মেলেনি।

এছাড়া বিভিন্ন দেশের অন্তত ৩০ জনের এ ঘটনায় মৃত্যু হয়েছে বলে খবরে প্রকাশিত হয়েছে। আর নিখোঁজ রয়েছেন আরো ১০০ জন পর্যটক।

২০১৩ সালে এই সময়েই তুষার ঝড়ে পড়ে হারিয়ে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের এভারেস্ট জয়ী নারী পর্বতারোহী ছন্দা গায়েন।

‘অল্টারনেটিভ ট্র্যাকিং অ্যান্ড এক্সপিডিশন কনসালটেন্সি’ নামে যে সংস্থার মাধ্যমে অভিযানে গিয়েছিল এই দলটি, সে সংস্থার পক্ষ থেকে তিনজনকে উদ্ধারের সব রকমের চেষ্টা হচ্ছে বলে দাবি করা হয়েছে।

তুষাড় ঝড় থেকে রক্ষা পাওয়া চার জনের এক সদস্য ইন্দ্রনীল ঘোষের বাড়িতে ফোন করে এই দুর্ঘটনার কথা জানান।

তিনি জানান, তুষার ঝড়ের সময় দলটি দু’ভাগে বিভক্ত হয়ে পড়ে। ঝড়ের শেষে বাকি তিন সদস্যের আর খোঁজ পাওয়া যায়নি।

এ খবর পাওয়া মাত্রই রাজ্য সরকারের তরফে নেপাল পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়।

নেপাল পুলিশের তরফে জানানো হয়েছে, তুষার ঝড়ের পর উদ্ধার হওয়া অনেক মানুষকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাই এ রাজ্যের তিন নিখোঁজের জন্য হাসপাতালে খোঁজ চালানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা,  অক্টোবর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।