ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিস্ফোরণ তদন্তের অগ্রগতি দেখতে পশ্চিমবঙ্গে এনআইএ ডিজি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৪
বিস্ফোরণ তদন্তের অগ্রগতি দেখতে পশ্চিমবঙ্গে এনআইএ ডিজি

কলকাতা: পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড় বিস্ফোরণের ঘটনাকে বেশ গুরুত্ব দিয়ে দেখছে ভারতীয়  স্বরাষ্ট্র দফতর।

তাই এ ঘটনার তদন্তের অগ্রগতি খতিয়ে দেখতে শুক্রবার (২৪ অক্টোবর) বর্ধমান যাচ্ছেন দেশটির ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) -এর মহাপরিচালক (ডিজি) শরদ কুমার।



ইতোমধ্যে প্রাথমিক তদন্ত শেষ হয়েছে বলে জানিয়ে দিয়েছে এনআইএ। পলাতক জঙ্গিদের পরিবারকে ‘নোটিশ’ জারি করে হাজিরা দিতে বলা হয়েছে।

তবে এরইমধ্যে এন আই এ ডিজি-এর খাগড়াগড় আসায় বোঝা যাচ্ছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে বেশ গুরুত্ব দিয়ে দেখছে।

জানা যায়, ডিজি খাগড়াগড়ে বিস্ফোরণস্থল, মঙ্গলকোটের শিমুলিয়ার ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও মুর্শিদাবাদের বেলডাঙাসহ বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।

এরমধ্যে জঙ্গি কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে সেসব প্রতিষ্ঠান প্রাধান্য পাবে বলে সূত্র জানায়।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা,  অক্টোবর ২৪, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।