ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সারদা কাণ্ড

জেলে আত্মহত্যার চেষ্টা এমপি কুণালের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৪
জেলে আত্মহত্যার চেষ্টা এমপি কুণালের কুণাল ঘোষ

কলকাতা: পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারি সারদা কাণ্ডের অন্যতম অভিযুক্ত বহিষ্কৃত তৃণমূল সংসদ সদস্য কুণাল ঘোষ জেলের ভিতরেই আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন।

শুক্রবার (১৪ নভেম্বর) ভোরে ৫৮টি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।



কুণাল ঘোষকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানা যায়।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের প্রিয় মানুষ হিসেবে পরিচিত শাসক দল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত এ সংসদ সদস্যকে সারদা মামলায় গ্রেফতার করে তদন্তের জন্য গঠিত 'সিট'।  

সারদা কাণ্ডে সিবিআই তদন্ত প্রভাবিত হচ্ছে দাবি করে আদালতে দাঁড়িয়ে বিচারকের সামনে সোমবার (১০ নভেম্বর) আত্মহননের হুমকি দেন কুণাল ঘোষ।

তিনি ওইদিন বিচারককে জানান, যদি বুধবারের মধ্যে দোষীদের গ্রেফতার করা না হয় তবে তিনি জেলের মধ্যে নিজেই নিজেকে হত্যা করবেন।

সেই বুধবারই নিজেকে হত্যা করার চেষ্টা করলেন কুণাল ঘোষ।

যারা আসল দোষী তারা বাইরে ঘুরে বেড়াচ্ছেন অভিযোগ করে তিনি বলেন, প্রতিটি পদক্ষেপে প্রভাবিত হচ্ছে সিবিআই তদন্ত।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।