ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় হবু চিকিৎসকদের হাতে নৃশংসভাবে যুবক খুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৪
কলকাতায় হবু চিকিৎসকদের হাতে নৃশংসভাবে যুবক খুন

কলকাতা: নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালের (এনআরএস) হবু ডাক্তারদের হাতে নৃশংসভাবে খুন হলেন সাতাশ বছরের এক যুবক।

মোবাইল চোর সন্দেহে তাকে পিটিয়ে মেরে যৌনাঙ্গ ব্লেড দিয়ে কেটে টুকরো টুকরো করে হত্যা করলো মানুষের প্রাণ বাঁচানোর অঙ্গিকারে কাজ করা জুনিয়র চিকিৎসকরা।



এ ঘটনায় পাঁচ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) রাতে জুনিয়র চিকিৎসকদের ছাত্রাবাসের একটি ঘরে এক যুবককে মোবাইল চোর সন্দেহে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।
কিন্তু পুলিশ পৌঁছাবার আগেই এ নৃশংস কাণ্ড ঘটিয়ে বসেন তারা।

ঘটনার পর প্রশ্ন উঠেছে, এই পাঁচ অভিযুক্ত শিক্ষার্থী যখন এ কাজ করছিলেন তখন হাসপাতালের অন্যরা কেন চুপ করে ছিলেন? কেনই বা সঙ্গে সঙ্গে হাসপাতালের মধ্যে থাকা পুলিশ ফাঁড়িতে তারা খবর দেওয়ার প্রয়োজন অনুভব করেন নি।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।