ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বর্ধমান বিস্ফোরণ কাণ্ডে মায়ানমারের নাগরিক গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৪
বর্ধমান বিস্ফোরণ কাণ্ডে মায়ানমারের নাগরিক গ্রেফতার

কলকাতাঃ বর্ধমান বিস্ফোরণ কাণ্ডে মায়ানমারের এক নাগরিককে হায়দ্রাবাদ থেকে গ্রেফতার করেছে ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা-এনআইএ।

গ্রেফতার হওয়া সন্দেহভাজনের নাম খালিদ মহম্মদ।

২১ বছর বয়সী ওই যুবককে সোমবার (১৭ নভেম্বর) গ্রেফতার করে এনআইএ।

এনআইএ’র দাবি, বিস্ফোরক বিশেষজ্ঞ খালিদ মোহম্মদ তেহেরিক-এ-তালেবানের সঙ্গে যুক্ত। তার কাছ থেকে জিহাদি বই এবং জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএসের প্রচারপত্র পাওয়া গেছে।

 প্রসঙ্গত, এনআইএ তরফ থেকে আগেই বলা হয়েছিল বর্ধমান বিস্ফোরণের সঙ্গে আন্তর্জাতিক জঙ্গির যোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, ১৮ নভেম্বর , ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।