ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সারদা কাণ্ডে সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়কে তলব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৪
সারদা কাণ্ডে সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়কে তলব ছবি: ফাইল ফটো

কলকাতা: সারদা কাণ্ডে কলকাতার একটি দৈনিক পত্রিকার সম্পাদক, সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়কে তলব করলো এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)।

ইডি সূত্রে বুধবার (১৯ নভেম্বর) এ খবর জানা যায়।

সারদা কাণ্ডে জেরার জন্য তাকে তলব করছে ইডি।

সারদা কর্তা সুদীপ্ত সেনের সঙ্গে তার যোগাযোগের বিষয়ে তথ্য জানতেই তাকে তলব করা হয়েছে বলে জানা যায়।

সূত্র জানায়, সুদীপ্ত সেনের সঙ্গে তার একটি চুক্তি হয়েছিল। মনে করা হচ্ছে ইডি’র গোয়েন্দারা সুমন চট্টোপাধ্যায়ের কাছে সে বিষয়েই জানতে চাইবেন।

এর আগে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই’র তরফেও তাকে জেরার জন্য নোটিশ পাঠানো হয়েছিল।

তবে এ ঘটনা নিয়ে বিশিষ্ট এই সাংবাদিকের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, নভেম্বর ১৯ , ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।