ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রীকে জিজ্ঞাসাবাদে হাসপাতালে যাবেন গোয়েন্দারা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৪
পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রীকে জিজ্ঞাসাবাদে হাসপাতালে যাবেন গোয়েন্দারা মদন মিত্র

কলকাতা: সারদা আর্থিক কেলেঙ্কারির ঘটনায় অসুস্থ বলে হাজিরা দিতে পারবেন না পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী মদন মিত্র। এক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদ করতে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)-এর গোয়েন্দারা হাসপাতালে যেতে পারেন।



পরিবহন মন্ত্রী সিবিআই দফতরে না আসায় শনিবার (২২ নভেম্বর) গোয়েন্দারা হাসপাতালে যাবেন কিনা, সে বিষয়ে সিন্ধান্ত নিতে শুক্রবার (২১ নভেম্বর) বৈঠকে বসবে বলে সূত্র জানিয়েছে।

এর আগে, মন্ত্রীকে সিবিআই’র কলকাতা দফতরে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিলেন গোয়েন্দারা।

সিবিআই সূত্র জানায়, মদন মিত্র চিঠি দিয়ে এবং ফোন করে নিজের অসুস্থতার কথা জানিয়েছেন।

জানা যায়, পরিবহন মন্ত্রী প্রথমে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) হঠাৎ করেই তিনি হাসপাতাল পরিবর্তন করে সরকারি হাসপাতালে ভর্তি হন।

সূত্রের খবর, মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করার আগে চিকিৎসকদেরে একটি বোর্ড গঠন করা হবে। তারাই জানাবেন, জিজ্ঞাসাবাদ করার মতো তার শারীরিক অবস্থা রয়েছে কিনা।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।