ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শিল্পী শুভাপ্রসন্নের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৪
শিল্পী শুভাপ্রসন্নের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ চিত্রশিল্পী শুভাপ্রসন্ন

কলকাতা: সারদা আর্থিক কেলেঙ্কারির ঘটনায় শাসকদল তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ চিত্রশিল্পী শুভাপ্রসন্নের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

এর আগে একাধিকবার শিল্পী শুভাপ্রসন্নকে জেরা করেছে ইডি।

তিনি তার একটি টেলিভিশন চ্যানেল সারদা কর্তা সুদীপ্ত সেনের কাছে বিক্রি করেছিলেন।

ইডি সূত্রে জানা গেছে, একটি সরকারি ও বেসরকারি ব্যাংকে অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য চিঠি দেওয়া হয়েছে।

এছাড়াও তাদের নজরে রয়েছে শুভাপ্রসন্নের ব্যাংকে থাকা বেশ কিছু স্থায়ী আমানত।

পাশাপাশি তৃণমূল সংসদ সদস্য সৃঞ্জয় বসুর দুটি ব্যক্তিগত অ্যাকাউন্ট ‍এবং কলকাতা থেকে প্রকাশিত সংবাদপত্র ‘সংবাদ প্রতিদিন’র দুটি অ্যাকাউন্ট ইডি ‘জব্দ’ করতে চায় বলেও জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।