ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় জনসভার জন্য আদালতের দ্বারস্থ বিজেপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৪
কলকাতায় জনসভার জন্য আদালতের দ্বারস্থ বিজেপি

কলকাতা: কলকাতায় বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের প্রকাশ্য জনসভা করার অনুমতি নিয়ে পশ্চিমবঙ্গের প্রশাসন এবং বিজেপি’র লড়াই গড়াল আদালত পর্যন্ত।

এর আগে কলকাতা পুলিশের সঙ্গে বৈঠক করেও আগামী ৩০ নভেম্বর সভা করার অনুমতি আদায় করতে পারেনি বিজেপি।

শেষ পর্যন্ত সভা করার অনুমতি পেতে বিজেপি দ্বারস্থ হয়েছে কলকাতা উচ্চ আদালতের।

বিরোধী দলগুলোর সভা-সমিতি করা নিয়ে পশ্চিমবঙ্গ প্রশাসনের অসহযোগিতার অভিযোগ নতুন নয়। এনিয়ে আগেও বিরোধীরা বারবার অভিযোগ তুলেছেন।

সোমবার (২৪ নভেম্বর) বিজেপি’র আইনজীবী কৌশিক চন্দ্রের বক্তব্য শুনে হাইকোর্ট নতুন করে মামলার আদেশ দিয়েছেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিজেপি’র তরফে সেই মামলা দায়ের করা হবে বলে জানা গেছে।

সোমবার (২৪ নভেম্বর) আদালতের কাছে বিজেপি’র আইনজীবী বাংলানিউজকে জানান, অন্যায়ভাবে কলকাতা পুলিশ আমাদের জনসভা করার অনুমতি দিচ্ছে না। তাই হাইকোর্টের হস্তক্ষেপ চেয়েছি। বিচারপতি এ ব্যাপারে নতুন করে মামলা করার নির্দেশ দেন।

এখন দেখার বিষয় এ মামলার বিষয়ে কি রায় দেন কলকাতা উচ্চ আদালত। আর এ রায়ের উপরই নির্ভর করছে কলকাতায় বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সভা করতে পারা এবং না পারার বিষয়টি।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।