ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সারদা কাণ্ড নিয়ে মোদির দ্বারস্থ সিপিএম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৪
সারদা কাণ্ড নিয়ে মোদির দ্বারস্থ সিপিএম সূর্যকান্ত মিশ্র

কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার জন্য সময় চেয়ে চিঠি পাঠালেন পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা সূর্যকান্ত মিশ্র।

রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা-মন্ত্রীদের সারদা আর্থিক কেলেঙ্কারিতে যোগাযোগ ও রাজ্যের নানা বিষয় নিয়ে প্রধানমন্ত্রী সঙ্গে আলোচনা করতে চেয়ে এই চিঠি বলে জানা যায়।



সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা জানান, সারদা কাণ্ডের তদন্তের গতিতে তারা মোটেও খুশি নন। তিনি সে বিষয়ে প্রধানমন্ত্রীকে জানাবেন।

সারদা কাণ্ড নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বাম নেতাদের সাক্ষাৎকার পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক নতুন আঙ্গিক নিয়ে আসতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।