ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সাময়িক বন্ধ কলকাতার পাতাল রেল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৪
সাময়িক বন্ধ কলকাতার পাতাল রেল ছবি: সংগৃহীত

কলকাতা: সকাল থেকে বন্ধ কলকাতার পাতাল পথ। বুধবার (৩ ডিসেম্বর) ভারতীয় সময় সকাল ১০টা থেকে বন্ধ রয়েছে কলকাতা মেট্রো রেল পরিষেবার একটি বড় অংশ।



জানা যায়, মেট্রো রেলের গিরিশ পার্ক স্টেশনের কাছে সুড়ঙ্গের উপরের অংশের কংক্রিট কিছুটা ভেঙে পড়েছে। ফলে বন্ধ রাখতে হয় মেট্রো পরিষেবা। সুড়ঙ্গের ভেতরে আরও কিছু কংক্রিট বিপজ্জনক অবস্থায় রয়েছে।

খবর পাওয়ার পরেই ভেঙে পড়া অংশে হাজির হয়েছিলেন মেট্রো রেলের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।

এ ঘটনার পর দুর্ভোগে পড়েন যাত্রীরা। বারবার এ ধরনের সমস্যায় পরিষেবা বাধা পাওয়ায় কলকাতার মানুষ যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।