ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিজেপিতে যোগ দিচ্ছেন না ঋতুপর্ণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৪
বিজেপিতে যোগ দিচ্ছেন না ঋতুপর্ণা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত

কলকাতাঃ গুজব শোনা যাচ্ছিল রাজনীতিতে নাম লেখাচ্ছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। কণ্ঠশিল্পী কুমার শানু যেদিন যোগ যোগ দেবেন সেদিনই বিজেপিতে যোগ দেওয়ার কথা ছিল তার।

এ নিয়ে কলকাতার গণমাধ্যমগুলোও সরব ছিল।

তবে রাজনীতিতে যোগদানের এমন খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন ঋতুপর্ণা।

তিনি জানান, মোদীকে শ্রদ্ধা করলেও রাজনীতিতে আসার কোনো সম্ভাবনা নেই তার।

দিল্লিতে বিজেপির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক হয়েছে এমন গুঞ্জণের ব্যাপারে তিনি জানান, ব্যক্তিগত কাজে তিনি দিল্লিতে অবস্থান করলেও তার সঙ্গে বিজেপির কারো কোনো যোগাযোগ হয়নি।

ঋতুপর্ণা সেনগুপ্ত বিজেপিতে যোগ দিচ্ছেন এ খবর প্রচারিত হবার পর পশ্চিমবঙ্গের শিল্পী-বুদ্ধিজীবী মহলে চাঞ্চল্য পড়ে যায়।

৪৩ বছর বয়সী এ অভিনেত্রী বলেন, অদূর ভবিষ্যতে তিনি অভিনয়েই মন দিতে চান। তবে আগামী দিনে তিনি রাজনীতিতে আসতে চান কিনা সেকথা পরিষ্কার করে জানাননি প্রথম সারির এ অভিনেত্রী।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ৫ ডিসেম্বর, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।