ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় বর্ষবরণে কড়া নিরাপত্তা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
কলকাতায় বর্ষবরণে কড়া নিরাপত্তা

কলকাতা: ইংরেজি নতুন বছর বরণের রাতে কলকাতায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। যেকোনো ধরনের নাশকতা ঠোকানোর পাশাপাশি নারীদের নিরাপত্তার কথা মাথায় রেখে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।



পানশালা ও রাতের পার্টিগুলোতে থাকছে পুলিশের কড়া নজরদারি। সব জায়গায়‌ সাদা পোশাকে থাকবে নারী পুলিশ। অশালীন বা অস্বাভাবিক আচরণ দেখলেই আটক করার নির্দেশ দিয়েছে প্রশাসন। নিয়ন্ত্রণ কক্ষ থেকেও গোপন ক্যামেরায়ও নজর রাখবেন পুলিশ সদস্যরা।

পাশাপাশি মেট্রোরেল, বিমানবন্দর ও রেলস্টেশনগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তারক্ষীর সংখ্যা।

কলকাতা পুলিশ জানায়, শহরে আরও একশোটি পুলিশ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। সন্দেহ হলেই গাড়ি তল্লাশি করবেন পুলিশ সদস্যরা।

থার্টি ফার্স্ট নাইটে কলকাতায় উপস্থিত থাকেন প্রচুর বিদেশি। তাদের নিরাপত্তার যেন কোনো রকম সমস্যা না হয় সেজন্য বিশেষ নজর রাখছে প্রশাসন।

এছাড়া বর্ষবরণের সন্ধ্যা থেকে পদস্থ পুলিশ কর্মকর্তারা বিভিন্ন রাস্তায় টহল দেবেন বলে জানায় কলকাতা পুলিশ। ‌

অন্যদিকে কলকাতার বর্ষবরণ উৎসবের প্রাণকেন্দ্র পার্কস্ট্রিটের রাস্তায় ভিড় বাড়লে নজরদারি আরও বাড়ানো হবে বলে জানানো হয়েছে।

প্রয়োজন হলে ড্রোন ব্যবহার করা হতে পারে বলেও জানায় প্রশাসন।

নিরাপত্তা ব্যবস্থার বাইরে থাকবে না কলকাতার শপিংমলগুলো। কড়া নজরদারি চলবে বিভিন্ন শপিং মলেও।

এছাড়া চিড়িয়াখানা, ভিক্টোরিয়া পার্ক ও জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে ভিড় সামলাতে তারাও প্রস্তুত।

বেঙ্গালুরুর বিস্ফোরণের পর থেকেই দেশের মেট্রো শহরগুলিতে বাড়তি নিরাপত্তা নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। এ কারণে‌ বড়দিন থেকে নতুন বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত নিরাপত্তার ব্যপারে বেশিই জোর দেওয়া হয়েছে। ‌

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।