ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মমতার সঙ্গে যৌথ জনসভায় যোগ দিতে কলকাতা আসছেন মনমোহন

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১১
মমতার সঙ্গে যৌথ জনসভায় যোগ দিতে কলকাতা আসছেন মনমোহন

কলকাতা: রাজ্য বিধানভা নির্বাচনে জোট প্রার্থীদের উদ্বুদ্ধ করতে তৃণমূলনেত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে যৌথ নির্বাচনী জনসভায় যোগ দিতে কলকাতা আসছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

বুধবার রাতে তৃণমূল সূত্রে জানা গেছে, কলকাতা বা আশেপাশে যে কোনো একটি স্থানে একটি যৌথ জনসভা হবে।

জনসভায় যোগ দিতে ২০ এপ্রিল কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। সভার স্থান ও সময় নির্ধারণের দায়িত্ব মমতা বন্দোপাধ্যায়কেই দেওয়া হয়েছে।

জানা গেছে, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বুধবার রাতে মনমোহন সিংয়ের এই প্রস্তাব মমতাকে জানানো হয়েছে।

তৃণমূলের আরও একটি সূত্র জানিয়েছে, এবারের নির্বাচনে প্রচার-প্রচারণার সময় কম থাকায় কংগ্রেসের পক্ষ থেকে মমতাকে একটি হেলিকপ্টার দেওয়া হচ্ছে যাতে তিনি প্রচার স্থলে দ্রুত যেতে পারেন।

প্রার্থীরা জোটের প্রধান হিসেবে মমতাকে রাজ্যের সর্বত্র প্রচারে যাওয়ার দাবি করছেন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।