ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গের নয়া অর্থমন্ত্রী অসুস্থ হয়ে হাসপাতালে

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, মে ২১, ২০১১
পশ্চিমবঙ্গের নয়া অর্থমন্ত্রী অসুস্থ হয়ে হাসপাতালে

কলকাতা: শপথ নেওয়ার কয়েক ঘণ্টা পরেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন রাজ্যের নয়া অর্থমন্ত্রী ড. অমিত মিত্র।

রাজ্য প্রশাসন সূত্রে জানা গেছে, ‘শপথ নেওয়ার পর শুক্রবার রাতে মহাকরণে গিয়ে মধ্যরাত পর্যন্ত চলা মন্ত্রিসভার বৈঠক করে নিজের বাসভবনে ফিরে আসার পরই অসুস্থ হয়ে পড়েন অমিত মিত্র।

তাকে তখনই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ’

সূত্রে আরও জানা গেছে, বর্তমানে তিনি নিবিড় পরিচর্যাকেন্দ্রে রয়েছেন। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণ করছেন।

প্রচ- গরমে ও অত্যধিক ধকলের জন্য তার শরীরে পানির পরিমাণ কমে যাওয়ার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মমতা ব্যানার্জির নির্দেশে তাকে দেখতে শনিবার সকালে হাসপাতালে যান কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়।

ভারতীয় সময়: ১১০০ ঘন্টা, মে ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।