ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আবার রাজপথের আন্দোলনে বামফ্রন্ট

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, মে ২৮, ২০১১
আবার রাজপথের আন্দোলনে বামফ্রন্ট

কলকাতা: কয়েকদিন চুপ করে বসে থাকার পর আবার রাজপথের আন্দোলনে নামতে চলছে রাজ্যের বিরোধী বামফ্রন্ট জোট।

রাজ্যের ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে তারা দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে।



বামফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩ জুন বিধানসভার বিরোধী দলনেতা ডা. সূর্যকান্ত মিশ্রর নেতৃত্বে ৫-৬ সদস্যর একটি প্রতিনিধিদল মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। তারা একটি স্মারকলিপিও দেবেন বামফ্রন্টের তরফে।

প্রতিনিধি দলে আরও থাকবেন সুভাষ নস্কর, বিশ্বনাথ কারক প্রমুখ।

অন্যদিকে, আগামী ৩১ মে বামফ্রন্ট কলকাতার ধর্মতলায় রানি রাসমণি রোডে প্রতিবাদ সভা ডেকেছে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধি, কেন্দ্রের জনবিরোধী নীতি ও রাজ্যে বাম কর্মী-সমর্থকদের ওপর হামলার প্রতিবাদে এ সমাবেশ হবে।

শুক্রবার সন্ধ্যায় কলকাতায় সিপিএম কার্যালয় আলিমুদ্দিন স্ট্রিটে রাজ্য বামফ্রন্টের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন সিপিএম নেতা বিমান বসু।

বাংলাদেশ সময়: ০৮৫২ ঘণ্টা, মে ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।