ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সকন্যা প্রেমিকার দেহ গঙ্গায় ভাসাতে গিয়ে গ্রেপ্তার প্রেমিক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৪, আগস্ট ২৯, ২০১৫
সকন্যা প্রেমিকার দেহ গঙ্গায় ভাসাতে গিয়ে গ্রেপ্তার প্রেমিক ছবি: প্রতীকী

কলকাতা: প্রেমিকা এবং তার শিশু কন্যাকে খুন করে তাদের দেহ গঙ্গায় ভাসাতে গিয়ে জনতার ধরা পড়ে গেল খুনি।

শনিবার (২৯ আগস্ট) কলকাতায় এই এই ঘটনা ঘটে।

মাঝ গঙ্গা থেকে উদ্ধার হয় দুটি ট্রলি ব্যাগে মুণ্ডুহীন দুটি মৃতদেহ।

শনিবার দুপুরে  মাঝ গঙ্গায় চলন্ত লঞ্চ থেকে দুটি ট্রলি জলে ফেলে দিলে সহযাত্রীরা এক মধ্য বয়সী পুরুষকে হাতেনাতে ধরে ফেলে পুলিশকে খবর দেন। পুলিশ এসে ব্যাগ দুটি উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় ঐ  ব্যক্তিকে। ঐ ব্যক্তি স্বীকার করেছেন তিনিই ঐ দুটি খুন করেছেন।

কলকাতার পার্শ্ববর্তী এলাকার এই বাসিন্দা একটি সরকারি ব্যাঙ্কের ম্যানেজার বলে জানা  গেছে। ঐ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিস। জানা গেছে বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণেই খুন।

এই অভূতপূর্ব ঘটনায় যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কলকাতায়। খুনের বিষয় তদন্ত শুরু করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা,২৯ আগস্ট, ২০১৫
ভিএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।