ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সিঙ্গুরের ভূমিহীনদের জমি ফেরত দেওয়ার প্রস্তাবকে স্বাগত জানালো মাওবাদীরা

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, মে ২৮, ২০১১

কলকাতা: টাটার ন্যানো মোটর গাড়ির কারখানার জন্য অনিচ্ছুক কৃষকদের ৪শ’ একর জমি ফেরত দেওয়ার রাজ্য সরকারের প্রস্তাবকে স্বাগত জানালো মাওবাদীরা।

শনিবার কলকাতার বিভিন্ন সংবাদমাধ্যমে মাওবাদী নেতা বিকাশ ও বিক্রমের স্বাক্ষরিত একটি বিবৃতি পাঠানো হয়েছে এই মর্মে।



এই বিবৃতিতে তারা বলেছেন, ‘উন্নয়নের স্বার্থে তারা রাজ্যের নয়া জোট সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি। তবে, কতগুলি শর্ত আছে। ’

তাদের শর্তগুলি হল- জঙ্গলমহলে সংর্ঘষে নিহত ব্যক্তিদের মৃত্যুর তদন্ত করতে হবে, যেসব মাওবাদী নেতার বিরুদ্ধে ইউ এন পি এ ধারায় মামলা চলছে আদালতে তা তুলে নিতে হবে ও জঙ্গলমহলে উন্নয়নকে প্রাধান্য দিতে হবে।

একই সঙ্গে, সিঙ্গুরের ৪শ’ একর কৃষিজমি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেবার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে  তারা স্বাগত জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মে ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।