ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পাহাড়ের সমস্যা: মমতাকে সময় দেবেন বিমল গুরুং

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, মে ৩০, ২০১১
পাহাড়ের সমস্যা: মমতাকে সময় দেবেন বিমল গুরুং

কলকাতা: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার পাহাড়ের সমস্যা নিয়ে সোমবার মহাকরণে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও জনমুক্তি মোর্চার শীর্ষ নেতারা।

রাজ্য ভাগের দাবি না তুলে মোর্চা নেতারা আপাতত তৃণমূল জোট সরকারকে আরও কিছুটা সময় দিতে চান এমনটাই তাদের বক্তব্যে প্রকাশ পাচ্ছে।



বৈঠকে যোগ দিতে এরই মধ্যে কলকাতায় এসেছেন জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং।

তিনি বাংলানিউজকে বলেন, ‘পাহাড়ের সমস্যা সমাধানে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি যথাসাধ্য সময় দিতে রাজি। ’

সোমবার কী প্রসঙ্গে আলোচনা হবে, এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে তিনি বলেন, ‘আলোচনা হবে। আলোচনায় আস্থা রাখছি। আলোচনার মাধ্যমেই পাহাড়ের সমস্যা সমাধান হবে। ’

বিমল গুরুং বলেন, ‘মমতা দিদি রাজ্যে পরির্তন আনবে। রাজ্যকে পাল্টে দেবে। তাকে আমরা ‘খাদা’(শুভেচ্ছা জানানোর জন্য নেপালি গামছা) পরাবো। এজন্যই আমি কলকাতায় এসেছি। ’

বিমলের সঙ্গে বৈঠকে আরও উপস্থিত থাকবেন মোর্চার কেন্দ্রীয় কমিটির নেতা পি অর্জুন ও এল বি পরিয়ার।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, মে ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।