ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান মুখার্জি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, মে ৩০, ২০১১

কলকাতা: পশ্চিমবঙ্গ বিধাধনসভার স্পিকার নির্বাচিত হলেন তৃণমুল কংগ্রেসের বিধায়ক বিমান মুখার্জি।

সোমবার বিকাল ৩টায় বিরোধী জোট বামফ্রন্টের পক্ষ থেকে এই পদে কোনো প্রার্থী না থাকায় তিনি সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন।



বিমান মুখার্জিকে অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, ‘দলতন্ত্র নয়, গণতন্ত্র প্রতিষ্টা করুন। শাসক দলের থেকে বিরোধীদলকে বিধানসভায় বেশি কথা বলতে সময় দিন। ’

স্পিকার ছাড়াও নবনির্বাচিত বিধায়কদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী।

বিধানসভার বিরোধীদলনেতা ডা. সূর্যকান্ত মিশ্র স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন।

তিনি বলেন, ‘আমরা মুখ্যমন্ত্রী ও শাসকদলকে সর্ম্পূণভাবে সহযোগিতা করব। ’

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মে ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।