ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

অবশেষে রাজ্যের ৫ মন্ত্রীর নামের তালিকা দিল কংগ্রেস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, মে ৩১, ২০১১

কলকাতা: অনেক টালবাহানার পর অবশেষে ৫ জন মন্ত্রীর নামের তালিকা দিয়েছে কংগ্রেস।

সোমবার রাতে রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে এই তালিকা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হয়।



কংগ্রেস সূত্রে জানা গেছে, দার্জিলিং ফাঁসিদেওয়া কেন্দ্রের বিধায়ক সুনীল তিরকে, জলপাইগুড়ি কেন্দ্রের বিধায়ক সুখবিলাস বর্মা, মুর্শিদাবাদ কেন্দ্রের নারী বিধায়ক শাঁওলি সিংহ রায়, মালদার সুজাপুর কেন্দ্রের বিধায়ক আবু নাসের খান চৌধুরী ও উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জ কেন্দ্রের বিধায়ক প্রমথনাথ রায় এই তালিকায় রয়েছেন।

এরা প্রত্যেকই প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

এতদিন কংগ্রেসের মন্ত্রীত্ব নিয়ে দলের মধ্যে ব্যাপক টানাপোড়েন চলছিল। সে কারণেই এই দেরী বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বাংলাদেশ সময়: ০০৪৯ ঘণ্টা, মে ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।