ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতার সৌন্দর্য্যবর্ধনে মহাকরণে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, মে ৩১, ২০১১
কলকাতার সৌন্দর্য্যবর্ধনে মহাকরণে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা

কলকাতা: তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যে তার দল ক্ষমতায় আসলে কলকাতাকে লন্ডন, উত্তরের জেলাগুলোকে সুইজারল্যান্ড, দীঘাকে গোয়া বানাবেন। সেই প্রতিশ্রুতি রক্ষার্থে মঙ্গলবার মহাকরণে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।



মঙ্গলবার দুপুরে মুখ্যমন্ত্রীর নবসজ্জিত কক্ষে বৈঠকটি হয় ।

বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব সমর ঘোষ, পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম, কলকাতার মেয়র শোভন চ্যাটার্জি, পূর্তমন্ত্রী সুব্রত বক্সী, কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী মুকুল রায়, চিত্রকর শুভপ্রসন্ন।

এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী কলকাতার  ব্যাপক সৌন্দর্যায়নের জন্য মেয়রকে নির্দেশ দেন।

বৈঠকে সিদ্ধান্ত হয়, কলকাতার সন্নিকটে ভাঙড়-রাজারহাট ডেভলমেন্ট অথরিটি ভেঙে দেওয়া হবে। কারণ ওই এলাকায় উন্নয়নের নামে জোর করে জমি নিয়েছিল বিগত সরকার।

ভারতীয় সময়:১৭৩০ ঘন্টা, মে ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।