ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মিনায় নিহত ১৪ ভারতীয়র মধ্যে পশ্চিমবঙ্গের ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
মিনায় নিহত ১৪ ভারতীয়র মধ্যে পশ্চিমবঙ্গের ১

কলকাতা: মিনায় পদদলিত হয়ে নিহত ১৪ জন ভারতীয়র মধ্যে একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গেছে।

নিহত মুন্সি আব্দুল আজিজ উত্তর দিনাজপুরের হেমাতাবাদ এলাকার আনাপুর গ্রামের বাসিন্দ‍া।



এছাড়াও পশ্চিমবঙ্গের অন্য এক বাসিন্দা রিচ বেগম মিনায় পদদলিত হয়ে আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মিনায় শয়তানের স্তম্ভে পাথর ছোড়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, এখন পর্যন্ত ১৩ জন ভারতীয় আহতাবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

পশ্চিমবঙ্গ ছাড়াও ঝাড়খণ্ড, তামিলনাড়ু ও গুজরাটের বাসিন্দাদের মৃত্যুর খবর এসেছে। এরমধ্যে গুজরাটের বাসিন্দা রয়েছেন নয়জন।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
ভিএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।