ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আবর্জনার বাক্স না থাকলে দোকানের লাইসেন্স বাতিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৫, সেপ্টেম্বর ৩০, ২০১৫
আবর্জনার বাক্স না থাকলে দোকানের লাইসেন্স বাতিল

কলকাতা: পৌরসভা এলাকার প্রতিটি দোকানে আবর্জনা ফেলার বাক্স না রাখা হলে আগামী দিনে সে দোকানগুলোর লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়ে দিয়েছে কলকাতা পৌরসভা।

শুধু তাই নয়, সতর্ক করার পরও যদি দোকানের মালিক এ বিষয়ে ব্যবস্থা না নেন তবে তাকে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে জরিমানা, এমনকি জেল পর্যন্ত হতে পারে।



পৌরসভার তথ্য অনুযায়ী, কলকাতায় জলাবদ্ধতা সংক্রান্ত সমস্যার সবচেয়ে বড় কারণ যত্রতত্র প্লাস্টিক প্যাকেট বা বোতল ফেলা।

এই প্লাস্টিক জমে শহরের নালাগুলি আটকে দিচ্ছে। ফলে শহরের বিভিন্ন জায়গায় জল জমছে। আর এ সমস্যা দূর করতেই শহরের কানগুলোতে বাধ্যতামূলক আবর্জনা ফেলার বাক্স রাখার কড়া নির্দেশ দিয়েছে  পৌরসভা।

এছাড়াও বর্জ্য প্লাস্টিক সঠিকভাবে নষ্ট না করে পেড়ানোর কারণে বায়ু দূষণ সমস্যা প্রবলভাবে দেখা দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
ভিএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।