ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাংলা একাডেমীর পদ গ্রহণে নারাজ কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৯ ঘণ্টা, জুন ৩, ২০১১
বাংলা একাডেমীর পদ গ্রহণে নারাজ কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী

কলকাতা: রাজ্য সরকারের দেয়া বাংলা একাডেমীর পদ গ্রহণে অস্বীকার করলেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকার নিয়ন্ত্রিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান গুলির শীর্ষ পদে ব্যাপক রদবদল করেন।



বামফ্রন্ট আমলের বাংলা একাডেমীর সভাপতি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রাজ্যে নয়া সরকার আসার পরই ওই পদ থেকে পদত্যাগ করেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার পরিবর্তে একাডেমীর অধিকর্তা পদে বসান বিশিষ্ট সাহিত্যিক মহাশ্বেতা দেবীকে। সহ-সভাপতি পদে তার নাম ঘোষণা করা হয়।

কিন্তু বৃহস্পতিবার নীরেন্দ্রনাথ চক্রবর্তী সংবাদমাধ্যমে বলেছেন, ‘আমি এরকম একটা আভাস পেয়েছিলাম। তাই সহ-সভাপতির পদ গ্রহণ করতে নারাজ বলেও জানিয়ে দিয়েছিলাম। ’

তবে, কবিগুরুর সার্ধশতবর্ষ জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র রচনাবলী প্রকাশের যে কমিটি করা হয়েছে তাতে তিনি থাকছেন।

এই প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ এটা আমার পছন্দের কাজ। আমি এই কাজ করতে ভালবাসি। আর বাংলা একাডেমীর সভাপতি পদে মহাশ্বেতা দেবী রয়েছেন। তিনি একাই সব দায়িত্ব সামলে নেবেন। তাই তার সহকারীর প্রয়োজন হবে না। ’

বাংলাদেশ সময়: ২২৫০ ঘন্টা, জুন ২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।