ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সল্টলেক পুরসভা নির্বাচনে হামলার শিকার সংবাদকর্মীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১১, অক্টোবর ৩, ২০১৫
সল্টলেক পুরসভা নির্বাচনে হামলার শিকার সংবাদকর্মীরা ছবি: প্রতীকী

কলকাতা: কলকাতার সল্টলেক পুরসভা নির্বাচনে সংবাদকর্মীদের উপর হামলার অভিযোগ এসেছে। একাধিক টিভি চ্যানেলের অন্তত ১০ জন সাংবাদিক হামলায় ‍আহত হয়েছেন বলে জানা যায়।



শনিবার (৩ অক্টোবর) সকাল থেকেই ভোটারদের হুমকি, বুথ দখল করে ভোট, বিরোধীদলের কর্মীদের হুমকির খবর আসছিলো।

এসব ঘটনার খবর সংগ্রহ ও ছবি তুলতে গেলে সাংবাদিকদের উপর হামলা চালান হয় বলে অভিযোগ। আর অভিযোগের তীর শাসকদল তৃণমূল কংগ্রেস কর্মীদের দিকে। এমন কি নারী সাংবাদিকদের উপর হামলার অভিযোগও এসেছে।

ইতোমধ্যে বিভিন্ন মহল থেকে এ হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে।

অন্যদিকে পশ্চিমবঙ্গের আসানসোল পৌরসভা ও জলপাইগুড়িতেও ভোট চলেছে। আসানসোল থেকেও বেশ কিছু জায়গায় শাসকদলের সঙ্গে বিরোধীদের গোলমালের খবর এসেছে। আসানসোলে গোলমালে একজন গুলিবিদ্ধ হয়েছেন বলেও জানা যায়।

বাংলাদেশ সময়: ১৬০৩  ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
ভিএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।