ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পেলের ফুটবলে মিশবে এ আর রহমানের সুর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
পেলের ফুটবলে মিশবে এ আর রহমানের সুর

কলকাতা: কলকাতায় এ আর রহমানের সুর মিশবে পেলের ফুটবলে। বিশ্বের সেরা ফুটবলারের পায়ের জাদুর সঙ্গে কিংবদন্তী সুরকারের সুর এক নতুন ইতিহাস তৈরি করতে চলেছে কলকাতায়।



আগামী ১২ অক্টোবর কলকাতায় তিনবারের বিশ্বকাপ জয়ী পেলের সঙ্গে একই মঞ্চে উপস্থিত থাকবেন মাদ্রাজের মোজার্ট। সঙ্গে থাকবেন ভারতের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে, রহমানের সঙ্গে পেলের যোগাযোগ নতুন নয়। এর আগে পেলের জীবনী নিয়ে চলচ্চিত্র, ‘বার্থ অফ আ লেজেন্ড’ ছবিতে সুর দিয়েছেন রহমান। জানা গেছে, পেলের জন্মদিন উপলক্ষে রহমান একটি গানও উপহার দেবেন পেলেকে।

আয়োজকরা জানিয়েছেন পেলের ভক্ত রহমান নিজেই কলকাতা সফর চলাকালীন পেলের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন। সেই ইচ্ছাপূরণ করার ক্ষেত্রে সানন্দে রাজি হয়েছেন আয়োজকরা। এখন কলকাতা অপেক্ষা করছে একই মঞ্চে তারকাদের একসঙ্গে দেখার জন্য।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা,  অক্টোবর ০৮, ২০১৫
ভি.এস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।