ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

অ্যাটলেটিকো ডি কলকাতার জার্সিতে মাঠে থাকবেন পেলে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৮, অক্টোবর ১২, ২০১৫
অ্যাটলেটিকো ডি কলকাতার জার্সিতে মাঠে থাকবেন পেলে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর হাত থেকে অ্যাটলেটিকো ডি কলকাতার জার্সি গ্রহণ করলেন ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) কলকাতার সল্টলেক স্টেডিয়ামে শচীন টেন্ডুলক‍ারের কেরালা ব্লাস্টারসের সঙ্গে খেলতে নামবে অ্যাটলেটিকো ডি কলকাতা।

সেই খেলায় সৌরভের দেওয়া জার্সি পরে মাঠে উপস্থিত থাকবেন পেলে।

সোমবার (১২ অক্টোবর) সৌরভ জানান, পেলের উপস্থিতি ও সমর্থনের ফলে কলকাতার তরুণ ফুটবলাররা উজ্জীবিত হয়ে খেলবে।

তিনি কলকাতায় আসার জন্য এ ফুটবল কিংবদন্তিকে ধন্যবাদ জানান।

পেলে জানান, কলকাতা তার হৃদয় ছুঁয়েছে।

এই খেলার ফলে শচীন, সৌরভ ও পেলেকে একসঙ্গে দেখার সুযোগ পাবেন কলকাতার ফুটবলপ্রেমীরা।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
ভিএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।