ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শেখ কামাল ক্লাব কাপে অংশ নিতে ‍আসছে ইস্টবেঙ্গল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪০, অক্টোবর ১৮, ২০১৫
শেখ কামাল ক্লাব কাপে অংশ নিতে ‍আসছে ইস্টবেঙ্গল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: চট্টগ্রামে ‘শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে’ অংশ নিতে বাংলাদেশে আসছে পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব ‘কিংফিশার ইস্টবেঙ্গল’।  

রোববার (১৮ অক্টোবর) সকালে কলকাতা থেকে ক্লাবটির ফুটবলাররা ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছেন।



মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে স্বাগতিক ‘চট্টগ্রাম আবাহনী ক্লাব’র বিপক্ষে খেলতে নামবে ভারতীয় দলটি।

চট্টগ্রাম আবাহনী লিমিটেডের উদ্যোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহযোগিতায় সাইফ পাওয়ারটেক’র পৃষ্ঠপোষকতায় আয়োজিত ‘শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে’ বাংলাদেশ-ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কা-আফগানিস্তানের আটটি দল অংশ নিচ্ছে।

ইস্টবেঙ্গল দলের পক্ষ থেকে আশা করা হচ্ছে, বাংলাদেশের মাটিতে ভালো ফল করবে তারা।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
ভিএস/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।