ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিগত বাম সরকারের সমালোচনা করলেন সোমনাথ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, জুন ৬, ২০১১
বিগত বাম সরকারের সমালোচনা করলেন সোমনাথ

কলকাতা: এবার পশ্চিমবঙ্গের বিগত বাম সরকারের সমালোচনা করলেন ভারতের লোকসভার সাবেক স্পিকার ও বহিষ্কৃত সিপিএম নেতা সোমনাথ চট্টোপাধ্যায়।

রোববার রাতে তিনি বোলপুরে এক সংবামাধ্যমে এ সমালোচনা করেন।



তিনি বলেন, ‘আগের সরকারের কাজ কর্ম পছন্দ হয়নি বলেই রাজ্যের মানুষ সরকার বদলে নতুন সরকার এনেছেন অনেক প্রত্যাশা নিয়ে। ’

বাম আমলের স্বাস্থ্যনীতির সমলোচনা করে তিনি বলেন, ‘গ্রামে গ্রামে স্বাস্থ্যকেন্দ্র থাকলেও চিকিৎসক নেই। চিকিৎসক থাকলেও পরিষেবা নিয়ে অভিযোগের অন্ত নেই। সরকারি কর্মীদের কাজকর্ম নিয়ে প্রচুর অসন্তোষ। এ অবস্থার পরিবর্তন চান সাধারণ মানুষ। ’

নতুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকারি কর্মীদের উদ্দেশে সহযোগিতার আবেদনকেও সমর্থন করেছেন সোমনাথ।

তিনি বলেন, ‘সরকারি কর্মী ও চিকিৎসকদের পিছনে লাঠি নিয়ে দাঁড়িয়ে থেকে কাজ করানো সম্ভব নয়। মানসিকতার পরিবর্তন চাই। ’

এ সময় তিনি বামফ্রন্টের সঙ্গে নিজের সম্পর্কচ্ছেদ নিয়েও মজা করেন।

সোমনাথ চট্টোপাধ্যায় বলেন, ‘এখন আমি নির্দল। মানে দল আমাকে তাড়িয়ে দিয়েছে। তবুও ব্যক্তিগত কারণে দু’একটি নির্বাচনী সভা করেছিলাম দলের জন্য। কিন্তু দেখলাম কাজ হয়নি। বোঝা যায় মানুষ কতটা ভরসা রেখেছে নতুন সরকারে কাছে। ’

উল্লেখ্য, বিধানসভার ভোটের ফল বের হওয়ার পরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতায় সোমনাথ চট্টোপাধ্যায়ের বাসভবনে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেছিলেন।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, জুন ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।