ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ঢাকায় আসছেন সোহম-দেবশ্রী-রজতাভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
ঢাকায় আসছেন সোহম-দেবশ্রী-রজতাভ

কলকাতা: ‘হঠাৎ দেখা’  ও ‘অঙ্গার’ চলচ্চিত্রের শুটিং করতে শিগগিরই ঢাকায় আসছেন অভিনেতা সোহম, রজতাভ এবং দেবশ্রী রায়। সঙ্গে থাকছেন খরাজ মুখার্জি।



এর মধ্যে দেবশ্রী রায় আসছেন ‘হঠাৎ দেখা’ চলচ্চিত্রের কাজের জন্য। এই চলচ্চিত্রটি প্রযোজনা করছেন বাংলাদেশের ‘ইমপ্রেস টেলিফ্লিম’ এবং ভারতের ‘রেশমি পিকচারস’।

দুই বাংলার অপর যৌথ প্রযোজিত চলচ্চিত্র ‘অঙ্গার’-এর শুটিং এর জন্য বাংলাদেশে আসছেন সোহম। সঙ্গে থাকছেন রজতাভ এবং খরাজ মুখার্জি।

অঙ্গার চলচ্চিত্রটি প্রযোজনা করছেন বাংলাদেশের আদর এন্টারটেনমেন্ট এবং ভারতের এসকে মুভিজ।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
ভি.এস/পিসি


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।