ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় তিন দিনব্যাপী আব্বাসউদ্দিন স্মরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
কলকাতায় তিন দিনব্যাপী আব্বাসউদ্দিন স্মরণ

কলকাতা: প্রবাদপ্রতিম লোকসঙ্গীত শিল্পী আব্বাসউদ্দিন স্মরণে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন প্রাঙ্গণে ‘আব্বাসউদ্দিন স্মরণ সন্ধ্যা’ শিরোনামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) থেকে ০১ নভেম্বর পর্যন্ত এ স্মরণ সন্ধ্যা চলবে।



শুক্রবার উপ-হাইকমিশনের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের বিখ্যাত শিল্পী নাশিদ কামাল, ভূপতি ভূষণ বর্মা, সূজিতা রায়।

এছাড়াও সঙ্গীত পরিবেশন করবেন সুখবিলাস বর্মা, পারভিন সুলতানা, মৌ সাহা, প্রধান রায়, শান্তিময় দে, তপন রায়, গোবিন্দ দাস বাউল, ইলামা বাউল, আয়ুষী বাউল ও মালদা লোকসঙ্গীত শিল্পী গোষ্ঠী। এছাড়াও থাকবেন দুই বাংলার লোক সঙ্গীতের শিল্পীরা।

সঙ্গীতের পাশাপাশি এ স্মরণ সন্ধ্যায় পরিবেশিত হবে বাংলাদেশের শিক্ষার্থীদের একটি নৃত্য অনুষ্ঠান। এছাড়াও থাকবে আলোচনা সভা।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
ভিএস/এসএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।