ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আব্বাসউদ্দিন স্মরণে গাইলেন উপ-হাই কমিশনার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
আব্বাসউদ্দিন স্মরণে গাইলেন উপ-হাই কমিশনার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: ‘আব্বাসউদ্দিন স্মরণ সন্ধ্যা’ এর তৃতীয় দিনে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাই কমিশন প্রাঙ্গণের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করলেন উপ-হাই কমিশনার জকি আহাদ।

শুধু উপ-হাই কমিশনার জকি আহাদই নন, তার সঙ্গে গাইলেন কমিশনের অপর কর্মকর্তা  আনোয়ারুল ইসলাম (এইচওসি, পলিটিক্যাল) ও তার স্ত্রী সুম্পর্না ইসলামও।



এছাড়াও এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন আব্বাসউদ্দিনের পৌত্রী অধ্যাপিকা ড.নাসিদ কামাল এবং আব্বাসউদ্দিন স্মরণ সমিতির সভাপতি এবং পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা থেকে নির্বাচিত পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য ড.সুখবিলাস বর্মা।

গানে গানে সবাইকে মাতিয়ে তোলেন ‘মনের মানুষ’ চলচ্চিত্রের গায়ক ও  অভিনেতা  গোলাম ফকির। পরে দুই বাংলার ২৯ জন শিল্পী কোরাস কণ্ঠে গান গেয়ে অনুষ্ঠান শেষ করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই নৈশভোজে মিলিত হন।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা,নভেম্বর ০২, ২০১৫
ভিএস/এমআইকে/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।