ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রীকে গৃহবন্দির নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৫, নভেম্বর ৫, ২০১৫
পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রীকে গৃহবন্দির নির্দেশ

কলকাতা: পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী মদন মিত্রকে গৃহবন্দির নির্দেশ দিয়েছেন কলকাতার উচ্চ আদালত।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) আদালত এ নির্দেশ দেন।



প্রায় একবছর কারাবাসের পর সারদা আর্থিক প্রতারণা মামলায় নিম্ন আদালত থেকে জামিন পান শাসকদল তৃণমূলের এ নেতা।

জামিনের বিরুদ্ধে আবেদন করে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। আবেদনের পরিপ্রেক্ষিতে মদন মিত্রকে জামিন সংক্রান্ত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গৃহবন্দির নির্দেশ দেন কলকাতা উচ্চ আদালতের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ।

পুলিশ পাহারায় বাড়িতেই বন্দি থাকবেন মদন মিত্র। যদি কোনো কারণে হাসপাতালে ভর্তি থাকেন সেখানেও পুলিশের নজরবন্দি থাকবেন তিনি। মামলার পরবর্তী শুনানি ১৭ নভেম্বর।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
ভিএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।