ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের বাজারে অ্যাপল ওয়াচ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
ভারতের বাজারে অ্যাপল ওয়াচ ছবি: সংগৃহীত

কলকাতা: মোবাইল কিংবা ট্যাবের দরকার নেই, হাতের কব্জিতে ঘড়ি থাকলেই সব কাজ হয়ে যাবে এক নিমেষে। দিওয়ালী উপলক্ষে ভারতবাসীকে এমন উপহারই দিচ্ছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।



দিওয়ালী সামনে রেখে শুক্রবার (৬ নভেম্বর) থেকে ভারতের বাজারে অ্যাপল তার স্মার্টওয়াচ ‘আইওয়াচ’ ছেড়েছে। নিজস্ব স্টোরের মাধ্যমে ক্রেতাদের হাতে এ ‘আইওয়াচ’ পৌঁছে দেবে অ্যাপল।

সর্বনিম্ন ৩০ হাজার ৯শ’ রুপিতে (১ রুপি সমান ১.২০ টাকা) পাওয়া যাবে ‘আইওয়াচ’ (৩৮ মিলিমিটার, সিলভার অ্যালুমিনিয়াম কেস ও হোয়াইট স্পোর্ট ব্যান্ড)।

এর ৪২ মিলিমিটারের স্মার্টওয়াচের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৪ হাজার ৯শ’ রুপি। আর সবচেয়ে ব্যয়বহুল আইওয়াচের মূল্য পড়বে ১৪.২ লাখ রুপি।  

দিওয়ালীতে অ্যাপলের এ স্মার্টওয়াচ ভারতে যথেষ্ট চাহিদার সৃষ্টি করবে এমনটিই মনে করছেন প্রযুক্তিপ্রেমীরা।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
ভিএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।